স্টাফ রিপোর্টার: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতারের একদিনের মাথায় লালমাটিয়ার নিজ বাসা থেকে গ্রেফতার হয়েছেন যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল। বিভিন্নস্থানে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছেন- এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক। রাত পৌনে ১২টার দিকে তিনি বলেন, তার বিরুদ্ধে নাশকতা সৃষ্টির গোপন পরিকল্পনার খবর রয়েছে। এই অভিযোগেই তাকে গ্রেফতার করা হয়েছে। রাত সোয়া ১১টার দিকে আলালকে বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায় বলে জানান তার ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। অবশ্য তিনি তুলে নেয়ার কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। গত ২৫ অক্টোবর একই বাসায় অভিযান চালিয়ে তাকেসহ ৬৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিলো।
এর আগে রাজধানীর বকশীবাজার এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ ও সাংসদের ওপর হামলার ঘটনার একদিন পর শুক্রবার ভোরে গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়।