স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ফুলপুর উপজেলার ধলি বাজার এলাকায় বাস-সিএনজি আটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক শিশুসহ তিনজন নিহত হয়েছে। হাসপাতালে নেয়ার পর আরো একজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় ৫ জন আহত হয়। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আরো দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। ফুলপুর থানার ওসি আব্দুল মোতালেব জানান, হতাহতরা সবাই সিএনজি অটোরিকশার যাত্রী ও খ্র্রিস্টান সম্প্রদায়ের লোক। এরা ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার রসুলপুর ও বিজয়পুর থেকে ফুলপুর উপজেলার ভাইটকান্দি শ্যামপুর গ্রামে বড়দিনের অনুষ্ঠানে যাচ্ছিলেন। নিহতদের মধ্যে মুক্তাগাছার রসুলপুর গ্রামের নিবারণের স্ত্রী ফজিলি (৪৫) ও শান্ত (১৮) নামে আদিবাসী এক যুবকের পরিচয় পাওয়া গেছে। এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তিকৃতরা হলো মুক্তাগাছার রসুলপুর গ্রামের প্রদীপের স্ত্রী রাবেয়া (২৮), সুনেন্দ্রের স্ত্রী বিউটি (২৫), নিবারণের আড়াই বছরের শিশুকন্যা উর্মি ও বিজয়পুর গ্রামের সাগরের স্ত্রী খালেদা (২৫)।