মাথাভাঙ্গা মনিটর: বর্তমানের সেরা দু তারকা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারে কি আসতে পারবেন নেইমার? ব্রাজিলের এ ফরোয়ার্ড কিন্তু মনে করেন, কাজটা সহজ হবে না। নেইমারের মতে, তার ক্লাব সতীর্থ মেসি এবং রিয়াল মাদ্রিদের রোনালদো অন্য মাত্রার ফুটবলার।
মেসি ও রোনালদোর প্রশংসায় ব্রাজিলের গ্লোবোস্পোর্তেকে নেইমার বলেন, আজকের পৃথিবীতে তারা যে কোনো খেলোয়াড়ের চেয়ে ভালো। তাদের ধাপে পৌঁছুতে পারবো কি না, আমি জানি না। কিন্তু প্রতিদিন উন্নতি করাটাই আমার লক্ষ্য। ২০১৩ সালের মাঝামাঝি সময়ে ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে বার্সেলোনায় যোগ দেন নেইমার। নতুন ক্লাবের হয়ে ১৮ মাসের ক্যারিয়ারে প্রতিদিনই উন্নতি করছেন বলে জানান তিনি। ক্লাবের হয়ে প্রথম মরসুমটা নেইমারের খুব একটা ভালো না কাটলেও, এ মরসুমে দারুণ খেলছেন তিনি। এ পর্যন্ত লা লিগায় ১১ গোল করেছেন ২২ বছর বয়সী এ তারকা।