স্টাফ রিপোর্টার: সৃষ্টি সুখের উল্লাসে বৈশাখী টিভির এগিয়ে চলার ১০ বছরে পদার্পণে চুয়াডাঙ্গায় আনন্দৱ্যালি, আলোচসভা ও কেক কেটে উদযাপন করা হয়। গতকাল শনিবার বেলা সাড়ে ১২টায় জেলা সরকারি শিশু পরিবার (বালিকা) কার্যালয় থেকে বাদ্যের তালে তালে ৱ্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। ৱ্যালি শেষে শিশু পরিবার কার্যালয়ে চুয়াডাঙ্গা আবৃত্তি পর্ষদের ছোট ছোট শিশু জবিবা বিনত্ জহির, মায়মুনা মাহানুর বুশরা, সানিয়া মাহজাবিন, রাওনাক সমিয়া অধরা, মুনতারিন রহমান প্রাপ্তি, সামিয়া হোসেন, সামিহা আরেফিন আজমি, মরিয়াম জোয়ার্দ্দার, রাইনা রাব্বী, মরিয়ম খাতুন, হৃতিদা, রাইতা, জারিনের সম্মিলিত কবিতা আবৃত্তির মধ্যদিয়ে সভা শুরু হয়।
সভায় প্রেসক্লাব সভাপতি বর্ষিয়ান সাংবাদিক মো. মাহতাব উদ্দিনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভায় অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা সাংবাদিক সমিতির সভাপতি এসএম শরিফ উদ্দিন হাসু, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আল আমিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সরদার আলী হোসেন, শিক্ষাবিদ মালেকা হক মাখন এবং প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাজিব হাসান কচি ও চুয়াডাঙ্গা ফাজিল মাদরাসার সহকারী অধ্যক্ষ খালেদ সাইফুল্লা। প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনির উপস্থানায় বক্তব্য রাখেন বৈশাখী টিভির চুয়াডাঙ্গা প্রতিনিধি মরিয়ম শেলী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এনটিভি প্রতিনিধি রফিকুল ইসলাম, ইনকিলাব প্রতিনিধি কামাল জোয়ার্দ্দার, বিটিভি প্রতিনিধি রাজন রাশেদ, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি জামান আক্তার, একুশে টিভি প্রতিনিধি আতিয়ার রহমান, দৈনিক নওরোজ প্রতিনিধি ইসলাম রকিব, সাংবাদিক কামরুজ্জামান সেলিম, মাফুজ মামুন, তৌহিদ তুহিন প্রমুখ। সবশেষে শিশু পরিবারের ছোট্ট শিশু মরিয়ম ও তার দল কেক কাটে বৈশাখী টিভি ১০ বছরের অনুষ্ঠান শেষ করে।