জীবননগর আন্দুলবাড়িয়া ইউপির ৬ নং ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন আজ

 

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উপনির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হচ্ছে। গত ২০ জুলাই ওই ওয়ার্ডের সদস্য রবিউল ইসলামের মৃত্যু হওয়ায় ওয়ার্ডটি শূন্য হয়ে পড়ে। উপনির্বাচনে সদস্যপদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন- সাবেক সদস্য বাহাউদ্দিন বাহার (মোরগ), হায়দার আলী (টিউবওয়েল) ও ওহেদুল ইসলাম (ফুটবল)। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১ হাজার ৮১১। নির্বাচন উপলক্ষে উপজেলা প্রশাসন ও নির্বাচন কমিশন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। নির্বাচন ও অবাধ ও সুষ্ঠুভাবে সমপন্ন করতে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে বলে ইউএনও নুরুল হাফিজ জানিয়েছেন।