জীবননগর ব্যুরো: ঢাকায় ব্যবসায়িক কাজে গিয়ে দুর্বৃত্তদের হাতে নৃশংসভাবে নিহত জীবননগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজি রমজান আলীর স্মরণে গতকাল শনিবার স্মরণসভার আয়োজন করা হয়। হাজি রমজান আলীর এসএসসির ৮৮ ব্যাচের বন্ধুরা কোরআনখানি, মিলাদ-মাহফিল ও এ স্মরণসভার আয়োজন করে। এ উপলক্ষে জীবননগর হাইস্কুলপাড়া জামে মসজিদে এবং জীবননগর পাইলট হাইস্কুলের শহীদ মিনারের পাদদেশে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এসএসসি ৮৮ ব্যাচের কনভেনার সাংবাদিক এমআর বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় তার কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখেন আক্তারুজ্জামান ছক্কু, আ. সালাম ইসা, ইকতিয়ার উদ্দিন, শিক্ষক মোমিনউদ্দিন, অবসরপ্রপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার নজরুল ইসলাম, ব্যবসায়ী সহিদুল ইসলাম সহিদ, ইকবাল উদ্দিন একরাম, প্রভাষক আক্তার হোসেন, হাসানুজ্জাম খান পলাশ, রফিকুল ইসলাম, জামাল উদ্দিন, আশরাফ আলী, প্রভাষক সাজ্জাদ হোসেন, আশাদুল ইসলাম, মিনরুজ্জামান লিটন ও নিহত হাজি রমজান আলীর সহধর্মিণী অধ্যক্ষ রাজিয়া আক্তার রেখা। শেষে তার আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করা হয় এবং তার ঘাতকদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর ঢাকার শেরেবাংলানগর থানার অদূরে দুর্বৃত্তরা ব্যবসায়ী হাজি রমজান আলীকে গলায় ফাঁস দিয়ে নৃশংশভাবে হত্যা করে।