আলমডাঙ্গার নতিডাঙ্গার ফারুক কাজির বিরুদ্ধে বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ

 

বড়গাংনী প্রতিনিধি: আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের ফারুফ কাজির বিরুদ্ধে আবারো দুটি বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে। কিছু দিন আগে বাল্যবিয়ে পড়ানোর দায়ে ১০ দিন জেল খেটে ফিরে এসে আবারো শুরু করেছেন পুরোনো ব্যবসা। এলাকাবাসী শাস্তির দাবি তুলেছে কাজির বিরুদ্ধে।

জানা গেছে, আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের কাজি ফারুক হোসেনের বিরুদ্ধে আবারো বাল্যবিয়ে পড়ানোর অভিযোগ উঠেছে। নতিডাঙ্গা গ্রামের মজিবারের ছেলে রাজিব (১৯) ও একই গ্রামের জিনারুলের মেয়ে স্থানী স্কুলের ৬ষ্ঠ শ্রেণির মেধাবী ছাত্রী সাথীর গত পরশু পারিবারিকভাবে তাদের বিয়ে পড়িয়ে দেন তিনি। গত কয়েকদিন আগে গাংনী ইউনিয়নের নিমতলা গ্রামের হাসেম মণ্ডলের ছেলে বিল্লাল (১৯) ও একই গ্রামের মকবুলের মেয়ে ৮ম শ্রেণির ছাত্রী রুপার (১৪) সাথে গোপনে বিয়ে পড়ানোর অভিযোগ ওঠে।

এর আগে গোয়ালবাড়ি গ্রামে বাল্যবিয়ে পড়ানোর দায়ে ফারুক কাজিকে ভ্রাম্যমাণ আদালত ১০ দিনের কারাদণ্ড দেন। জেল খেটে এসে আবারো পুরো দমে পুরানো কারবারে মেতে উঠেছেন তিনি। এলাকাবাসী ফারুক কাজি রেজিস্ট্রেশন বাতিলসহ তার শাস্তির দাবি জানিয়েছে।

এ ব্যাপারে বাড়াদী ইউপি চেয়ারম্যান তোবারক হোসেন জানান, আমি শুনেছি বাল্যবিয়ের ঘটনাগুলো। আমি ফারুক কাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করছি।