অনলাইনে তাজমহলের টিকিট

মাথাভাঙ্গা মনিটর: দিল্লি বা আগ্রা গিয়ে অন্তত একবার তাজমহল দেখতে না পারাটা ঐতিহাসিক ভুল বলাই যায়। মুঘল সম্রাট শাহজাহানের তৈরি এই প্রেমসৌধ আজও পৃথিবীর অন্যতম বিস্ময়। খেতার পেয়েছে ওয়ার্ল্ড হেরিটেজের। তাই তাজমহল দেখতে প্রতিদিনই ভিড় জমান দেশ-বিদেশের পর্যটকরা। কিন্তু কাউন্টারে দাঁড়িয়ে লম্বা লাইন পারি দিয়ে টিকিট সংগ্রহ করা সময়সাপেক্ষ। এবার সেই কষ্টের ইতি টানছে তাজমহল কর্তৃপক্ষ। ঘরে বসেই তাজমহলে ঢোকার টিকিটের ব্যবস্থা করতে পারবেন দর্শনার্থীরা। তাজমহলে প্রবেশের টিকিট কাটতে পর্যটকদের জন্য চালু হয়ে গেলো অনলাইন বুকিং ব্যবস্থা। উত্তরপ্রদেশের পর্যটন দপ্তর তাজমহল দর্শনের জন্য একটি অনলাইন টিকিটিং ওয়েবসাইট চালু করেছে। ওই ওয়েবসাইটে ঘরে বসেই টিকিট বুক করে তাজমহলে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। ওয়েব সাইটের ঠিকানা asi.irctc.co.in।