স্টাফ রিপোর্টার: রাজধানীর গুলশান ও রামপুরায় পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে তিন ব্যক্তি আহত হয়েছেন। আহতরা হলেন- গুলশানের ঠিকাদার মহিউদ্দিন (২৬) এবং তার চাচাতো ভাই রমজান আলী (৩০) ও রামপুরায় ইট বালিব্যবসায়ী বাদল খান (৪৫)। জানা গেছে, গত বৃহস্পতিবার রাত দুটোর দিকে শাহজাতপুরের জিপি ক-৬১ নম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে মহিউদ্দিন ও রমজানকে গুলি করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের চাচাতো ভাই আলী হোসেন জানান, কয়েক দিন আগে স্থানীয় মাদক ব্যবসায়ী আবুল কাশেমের সাথে মহিউদ্দিনের ঝগড়া হয়। মহিউদ্দিন মাদকব্যবসায় বাধা দিলে বিরোধের সৃষ্টি হয়। তারই জের ধরে রাত ২টার দিকে বাসা থেকে ডেকে নেয় মহিউদ্দিনকে। এ সময় রমজানও সাথে ছিলো। বাসা থেকে বের হয়ে ওরা একটু সামনে গেলেই কাশেমের লোকজন তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে মহিউদ্দিন ও রমজানের মাথাসহ শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন গুলির শব্দ পেয়ে এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে মেডিকেলে ভর্তি করেন। তিনি বলেন, মেডিকেলের কর্তব্যরত চিকিত্সক জানিয়েছেন তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।