মহেশপুর প্রতিনিধি: গতকাল শুক্রবার বিকেলে ঝিনাইদহ-৩ আসনের এমপি নবী নেওয়াজের নিজ বাড়িতে মহেশপুর উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। মতবিনিয়কালে এমপি নবী নেওয়াজ মহেশপুরের আইনশৃঙ্খলা, দলীয় কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন। তিনি সাংবাদিকদের মাধ্যমে দলীয় নেতাকর্মীদের বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। সভায় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সহসভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাশেম আলী পাঠান, উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক আজা, সাধারণ সম্পাদক ডা. হাসানুজ্জামান আলীম, পৌর যুবলীগ সভাপতি আতিয়ার রহমান আতিসহ মহেশপুরের সকল সাংবাদিকবৃন্দ।