এম আর কচি/শরিফ রতন: দামুড়হুদার নাটুদা ইউনিয়নের চন্দ্রবাস গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাসদস্য ইদ্রিস আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১১টায় স্থানীয় মাদরাসা মাঠে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে।
জানা গেছে, দামুড়হুদার চন্দ্রবাস গ্রামের নুর বকস আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য ইদ্রিস আলী (৬৫) গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার বেলা ১১টায় স্থানীয় মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন সালাম গ্রহণ করেন। পরে স্থানীয় কবরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়। বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনা সদস্য ইদ্রিস আলীর মৃত্যুতে দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন, সাবেক সেনা কর্মকর্তা সার্জেন্ট আবু সাঈদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।