স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব আজ। সকাল সাড়ে ৮টায় উদ্বোধনের পর শোভাযাত্রা। শোভাযাত্রাটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ে ফিরে স্মৃতিচারণ ও আলোচনাসভায় মিলিত হবে। ৫ জন গুণী শিক্ষার্থীকে সম্মাননা প্রদানেরও আয়োজন রাখা হয়েছে। বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পী হিসেবে স্বনামধন্য এন্ড্রুকিশোর এবং কনকচাঁপা সঙ্গীত পরিবেশন করবেন বলে আয়োজকসূত্রে জানা গেছে।
চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব ঘিরে গতকাল থেকেই জেলা শহরে উৎসবের আমেজ ফুটে উঠেছে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন। বিদ্যালয়ের বর্ষপূর্তিতে নিজেদের শামিল করে পুরাতন বান্ধবীদের সাথে দেখা করার সুযোগ হাত ছাড়া করতে চাননি বলেই রেজিস্ট্রেশন করেছেন বহু শিক্ষার্থী। বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীসহ চুয়াডাঙ্গার প্রায় দেড়শ নারী-পুরুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সে হিসেবে উপস্থিতির সংখ্যা দেড় হাজারের অধিক হতে পারে বলে আয়োজকদের আশাবাদ। অবশ্য স্থানীয় সাংবাদিকসহ সুধীবৃন্দের আমন্ত্রণে ত্রু টি গতকাল স্পষ্ট হয়ে ওঠে। বিষয়টি মার্জনা করার অনুরোধ জানিয়ে আয়োজক কমিটির সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক শতবর্ষ পূর্তি উৎসব শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন। উদ্বোধন অনুষ্ঠানসহ অনুষ্ঠান মালার প্রধান অতিথি হিসেবে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি অনুপস্থিত থাকছেন বলে সূত্র বলেছে।
অপরদিকে সীমান্ত সম্মেলনে যোগ দিতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইন, পুলিশ সুপার রশীদুল হাসান, ৬ বিজিবির অধিনায়ক লে.কর্নেল মনিরুজ্জামান ভারতের পশ্চিমবঙ্গে অবস্থান করছেন। সে কারণে নির্ধারিত বিশেষ অতিথিদের আসনে তাদের প্রতিনিধি তথা দায়িত্বপ্রাপ্তরাই অংশ নেবেন।
অনুষ্ঠান প্রাণবন্ত করে তুলতে ইতোমধ্যেই চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন। তিনি বালিকা বিদ্যালয়ের অনুষ্ঠানে অনাকাঙ্খিত কাউকে প্রবেশ না করার জন্য অনুরোধ জানিয়েছেন। বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উৎসব উপলক্ষে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। ঘেরা হয়েছে প্যান্ডেল। বিশাল গেটও নির্মাণ করা হয়েছে। গতরাতে বিদ্যালয়ে আলোকসজ্জা উৎসবের আমেজ ফুটিয়ে তোলে।