মাথাভাঙ্গা মনিটর: নারীদের গাড়ি চালনা নিষেধাজ্ঞা অমান্য করায় সৌদি আরবে আটক দু নারীকে সন্ত্রাসবিরোধী আদালতে বিচারের মুখোমুখি করা হচ্ছে। ২৫ বছর বয়সী লওজেইন আল-হাতালউল ও ৩৩ বছর বয়সী মায়শা আল-আমউদি প্রায় মাসখানেক সময় ধরে আটক রয়েছেন। আন্দোলনকারীরা বলছেন, গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা অমান্যের চাইতে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা তাদের মন্তব্যের কারণেই এ মামলা সন্ত্রাসবিরোধী আদালতে স্থানান্তর করা হয়েছে। বিশ্বে সৌদি আরবই একমাত্র দেশ যেখানে নারীদের গাড়ি চালনায় নিষেধাজ্ঞা রয়েছে। অবশ্য কৌশলগতভাবে নারীদের গাড়ি চালানো দেশটিতে অবৈধ নয়। তবে নারীরা প্রকাশ্যে গাড়ি চালালে তাদের জরিমানা অথবা গ্রেফতারের শিকার হওয়ার ঝুঁকি থেকে যায়। দেশটিতে শুধুমাত্র পুরুষদের গাড়ি চালানোর লাইসেন্স দেয়া হয়। সৌদি নারীরা ধারাবাহিকভাবে গাড়ি চালানোর এ বিধি-নিষেধ কমানোর ব্যাপারে আন্দোলন করে আসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা এরপক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।