গাংনীর ষোলটাকা ইউপি যুবদলের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন গতকাল শুক্রবার বিকালে সহড়াবাড়িয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। সম্মেলনে প্রভাষক তোফাজ্জেল হোসেন সেন্টু সভাপতি ও আব্দুল আলিমকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ইউপি যুবলীগের বিদায়ী সভাপতি আকছেদ আলীর সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক ষোলটাকা ইউপি চেয়ারম্যান আয়ুব আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন ও সম্পাদক শফি কামাল পলাশ। অতিথি ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাছুম-উল হক মিন্টু, সহসভাপতি আল ফারুক, ইউপি আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম ও সম্পাদক একরামুল হক আহারসহ নেতৃবৃন্দ। আলোচনা শেষে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়।