গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলায় বিটিসিএল এর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করার দাবিতে অনশনের ডাক দিয়েছেন ইন্টারনেট ব্যবহারকারীরা। আগামী ২৮ ডিসেম্বর রোববার সকাল ১০টা থেকে বিটিসিএল গাংনী কার্যালয়ে এক ঘণ্টার অনশন কর্মসূচি পালন করা হবে। দাবি আদায় না হলে পর্যায়ক্রমে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে বলে জানান অনশন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক নাজমুল হুদা। অনশনে ইন্টারনেট ব্যবহারকারীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
ইন্টারনেট ব্যবহারকারীরা জানান, সারাদেশের মতো গাংনী উপজেলার প্রত্যন্ত অঞ্চলেও এখন ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট। রয়েছেন অসংখ্য ফ্রি ল্যান্সার। যাদের অন লাইনে বিভিন্ন কাজের মধ্যদিয়ে দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে রেমিটেন্স। তাছাড়া শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা, ছাত্র, সরকারি দপ্তর, সাংবাদিকসহ সরকারি ও ব্যক্তি উদ্যোগে গুরুত্বপূর্ণ কাজে ইন্টারনেট এখন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট লাইন না থাকায় ব্যবহারকারীদের মোটা অংকের অর্থ অপচয় হচ্ছে। পাশাপাশি দ্রুত গতি না থাকায় কাজকর্মে ক্ষতিসাধন হচ্ছে। তাই বিটিসিএল এর ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলে বিশেষ করে ফ্রিল্যান্সাররা আরো বেশি বৈদেশিক অর্থ উপার্জনের পাশাপাশি বেকার সমস্যারও সমাধান হবে। সর্বপরি ডিজিটাল বাংলাদেশ গড়তে ব্রডব্যান্ড লাইনের কোনো বিকল্প নেই বলে মনে করেন এখানকার ইন্টারনেট ব্যবহারকারীরা।