কালীগঞ্জে লতিফ সিদ্দিকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

কালীগঞ্জ প্রতিনিধি: ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে লতিফ সিদ্দিকের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা শাখা উদ্যোগে মেন বাসস্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের থানা শাখার সাধারণ সম্পাদক মুফতি মনিরুল ইসলাম, সহসভাপতি আসাদুলাহ, মতলেবুর রহমান, মাও. তরিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা অবিলম্বে লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবি জানান।

Leave a comment