কার্পাসডাঙ্গা ইট ভাটাগুলোতে চাঁদার দাবিতে হুমকি অব্যাহত : শঙ্কিত ভাটা মালিকরা

 

ভ্রাম্যমা/কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চাঁদাবাজচক্রকে কোনোভাবেই যেন দমন করা যাচ্ছে না। যতোই দিন যাচ্ছে ততোই বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা। নীরব চাঁদাবাজসহ এলাকার ইট ভাটাগুলোতে একের পর এক চাঁদার দাবিতে হুমকি ধামকি অব্যাহত রয়েছে। শঙ্কিত হয়ে পড়েছেন ইট ভাটার মালিকরা। নিরাপত্তাহীনতায় কাজ করতে অনীহা প্রকাশ করছেন ভাটার শ্রমিকরা। ফলে ইটভাটা বন্ধের উপক্রম দেখা দিয়েছে। দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজার আদি ব্যবসায়ী ক্ষেত্র হিসেবে পরিচিত। এর আশপাশে গড়ে উঠেছে ব্যবসা প্রতিষ্ঠানসহ ৬টি ইটভাটা। ইটভাটা মালিকরা জানিয়েছেন, ইট তৈরীর মরসুম শুরু হওয়ার সাথে সাথে চাঁদাবাজচক্র বিভিন্নভাবে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না দিলে নানাভাবে দেয়া হচ্ছে হত্যার হুমকি। ইটভাটাগুলোতে বোমা বিস্ফোরণ শ্রমিক অপহরণসহ মারপিট করছে চাঁদাবাজরা। একদিকে যেমন ইটভাটা মালিকরা রয়েছে শঙ্কায়। অন্যদিকে ইটভাটা শ্রমিকরা প্রাণের ভয়ে কাজ করতে অনীহা প্রকাশ করায় ইট ভাটাগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে। প্রতিদিনেই মোবাইলফোনে একাধিকবার চাঁদার দাবিতে দিচ্ছে হুমকি ধামকি। এভাবেই চলতে থাকলে বন্ধ হয়ে যাবে সবগুলো ইটভাটা। চাঁদাবাজ চক্রকে দমন করতে চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারের সুদৃষ্টি কামনা করেছে ভুক্তভোগী ও সচেতনমহল।