আন্দুলবাড়িয়া প্রতিনিধি: আন্দুলবাড়িয়া-যদুপুর রাস্তায় ছিনতাই সংঘটিত হয়েছে। গতকাল শুক্রবার ভোর ৪টার দিকে ছিনতাইকারীদল এক ট্রেনযাত্রীর গলায় ধারালো অস্ত্র ধরে নগদ ১৫শ টাকা ও ১টি মোবাইলফোন ছিনিয়ে নিয়েছে। অপর সঙ্গীয় যাত্রী ছিনতাইকারীদের তাণ্ডব দেখে পালিয়ে গেছেন।
জানা গেছে, গতকাল ভোরে যদুপুর পারঘাটাপাড়ার আবু নেছার ছেলে আওয়াল হোসেন ও সঙ্গীয় গুড়ব্যবসায়ী গোয়ালন্দ মেলট্রেনযোগে চুয়াডাঙ্গা যাওয়ার উদ্দেশে আনছারবাড়িয়া স্টেশনে যাচ্ছিলেন। পথিমধ্যে স্টেশনের অদূরে খালের পুলের নিকট পৌঁছুলে ৫/৬ জনের ছিনতাইকারী দল তাকে গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৫শ টাকা ও ১টি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে গামছা দিয়ে হাত-পা বেঁধে রাস্তার ধারে ফেলে রেখে ছিনতাইকারী দল সটকে পড়ে। অপর সঙ্গীয় গুড়ব্যবসায়ী একই পাড়ার মকছেদ উল্লার ছেলে হালিম অবস্থা বেগতিক দেখে পালিয়ে আত্মরক্ষা পান। পরে ছিনতাইয়ের শিকার আওয়াল হোসেনের আত্মচিৎকারে পথচারীরা তাকে উদ্ধার করে। সূত্র জানায়, আনছারবাড়িয়া স্টেশন এলাকা সন্ধ্যার পর মাদকাসক্তদের অভায়ারণ্যে পরিণত হয়। এদের দাপটে যাত্রী সাধারণ অনেকটা জিম্মি হয়ে পড়েছে।