মাথাভাঙ্গা মনিটর: খ্রিস্টানদের শুভ বড়দিনের প্রথম প্রহরে হংকঙের ওয়েন চাই জেলায় হঠাত করেই হয়ে গেলো ডলার বৃষ্টি। উড়তে থাকা সেই হংকং ডলার কুড়োতে এমনই হুড়োহুড়ি শুরু হয়ে যায় যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে হয় পুলিশকে। খবরে জানা গেছে, একটি ব্যাংকের গাড়ি ওই রাস্তা দিয়ে ডলার যাচ্ছিলো। কিন্তু হঠাত পেছন থেকে পড়ে যায় টাকার বাক্সটি। আর তা মাটিতে পড়তেই ধাক্কায় খুলে যায় ঢাকনা। এরপর বাতাসে রাশি রাশি নোট (হংকং ডলার) উড়তে থাকে হাওয়ায়। হুড়োহুড়ি পড়ে যায় সেই নোট কুড়োতে। গাড়িচালক টাকা কুড়োতে নিষেধ করলেও সেদিকে কেউ কর্ণপাত করেননি। এরপর অস্ত্র হাতে একেবারে সাঁজোয়া যান নিয়ে আসে পুলিশ। ততোক্ষণে লোপাট হয়ে যায় ১০ লাখ ২৫ হাজার হংকং ডলার। এদিকে পুলিশ ঘোষণা করেছে, যারা রাস্তায় পড়ে থাকা এ টাকা চুরি করেছেন, তারা যেন ফেরত দিয়ে দেন। তা না হলে চুরির দায়ে তাদের গ্রেফতার করা হবে। পুলিশের কাছে আছে সেই জায়গার সিসিটিভি ফুটেজ।