আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের হাজি সিরাজুল ইসলাম ট্রাস্টের আয়োজনে বেসরকারিভাবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে বিরতিসহ বিকেল ৪টা পর্যন্ত সময়ে আমঝুপি সরকারি প্রাথমিক বালক ও বালিকা বিদ্যালয়ে এ পরীক্ষার আয়োজন করা হয়েছে। ট্রাস্টের চেয়ারম্যান মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হাজি আ. জলিল ও ট্রাস্টের সদস্য সচিব আশাদুজ্জামান সেলিম জানান, হাজি সিরাজুল ইসলাম ট্রাস্টের মাধ্যমে আমঝুপি ইউনিয়নের সকল সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণি থেকে ৪র্থ শ্রেণির ৪৬৭ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ২২৬ জন ছাত্র, ২৪১ জন ছাত্রী।