জীবননগর ব্যুরো: জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের উথলী মোল্লাবাড়ির জামতলা নামক স্থানে গত মঙ্গলবার রাতে রাস্তায় বেরিকেড দিয়ে গণডাকাতির ঘটনায় ও বহু অভিযোগে অভিযুক্ত উথলীর ঝনুকে (২৭) পুলিশ গ্রেফতার করেছে। জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে গত বুধবার সন্ধ্যায় উথলী মোড় থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ঝনুকে গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জীবননগর উথলীর কালু মিয়ার ছেলে ঝনু মিয়া জীবননগর পেট্রোল পাম্পে ডাকাতি ঘটনার আসামি। এছাড়াও সে গত বুধবার রাতে সংঘটিত উথলীর মোল্লাবাড়ির জামতলায় ডাকাতি ঘটনায় সন্দেহজনক আসামি। জীবননগর থানার এসআই লুৎফর কবির, এসআই আবুল হাশেম ও এএসআই আশরাফ সঙ্গীয় ফোর্স নিয়ে উথলী মোড়ে অবস্থান গ্রহণ করে ঝনু মিয়াকে গ্রেফতার করেন।