স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তদের হাতে নিহত ছেলের লাশ দেখে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক বাবা। গতকাল বৃহস্পতিবার বিকালে জেলার হরিপুর উপজেলার মরাধার গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মলানী ক্যাম্পের কোয়ার্টার মাইল দক্ষিণে সরিষাক্ষেত থেকে হান্নান আলীর ছেলে ইসমাঈল হোসেন ওরফে ভুল্লুর (২৮) রক্তাক্ত লাশ উদ্ধার করে থানা পুলিশ। ছেলের মৃত্যুর খবর শুনে দৌড়ে ঘটনাস্থল যান পিতা হান্নান আলী (৬০)। এ সময় ছেলের রক্তাক্ত বিকৃত লাশ মাটিতে পরে আছে দেখে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাবা-ছেলে উপজেলার মরাধার গ্রামের স্থানীয় বাসিন্দা, তাদের মৃত্যুতে এলাকায় নেমে আসে শোকের ছায়া। আত্মীয়দের আহাজারিতে ভারি হয়ে আসে বাতাস।