চুয়াডাঙ্গার পদ্মবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের তাড়ির আসর থেকে পুলিশের অর্থ বাণিজ্য

 

পদ্মবিলা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা সদরের পদ্মবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রামের তাড়ির স্পট থেকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কয়েকজন এসআই ও এএসআই অর্থ বাwণিজ্য চালাচ্ছেb। তারা সিভিল পোশাকে এসে তাড়ির আসর থেকে আসামি ধরে ছেড়ে দেয়ারও অভিযোগ উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা সদরের কুশোডাঙ্গা গ্রামে সদর থানার দু পুলিশ সদস্য গিয়ে তাড়ির আড্ডায় অভিযান চালানোর নামে অর্থ বাণিজ্য করেন।
একজনকে ধরেও টাকার বিনিময়ে সেখানেই ছেড়ে দেন। বিষয়টির দিকে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নজর দেয়া প্রয়োজন বলে মনে করছেন এলাকার সাধারণ মানুষ।

Leave a comment