কাকরাইল মসজিদ থেকে আরও ২২ তাবলিগকর্মী আটক

স্টাফ রিপোর্টার: রাজধানীর কাকরাইলের তাবলিগ জামায়াতের মারকাজ মসজিদ থেকে ২২ জনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর পুলিশ মসজিদের ভেতর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের সহকর্মী জাবেদ জানান, আমাদের সাথীরা নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছিলেন। এ সময় ওয়াসিফুলের লোকজন পুলিশকে ডেকে তাদের ধরিয়ে দেয়। এর ঘটনার নিন্দা জানানো ভাষা আমাদের নেই। তিনি বলেন সহকর্মীদের মুক্তি না দিলে ওয়াসিফুলের বিরুদ্ধে কঠোর আন্দোলন করা হবে। বিষয়টি স্বীকার করে রমনা থানার ওসি মশিউর রহমান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। উল্লেখ, গত তিনবছর ধরে তাবলিগ জামায়াতের মধ্যে আর্থিক অনিয়ম নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন তাবলিগ জামায়াত বাংলাদেশের আমির কাকরাইল মসজিদ কমিটির সভাপতি  সৈয়দ ওয়াসিফুল ইসলাম। অন্যটির নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপক মুশফিকুর রহমান।

Leave a comment