আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা উপজেলার বাংলাদেশ স্কাউটস ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশন উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১১টার দিকে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। আলমডাঙ্গা স্কাউটসের সাধারণ সম্পাদক আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ওয়ালি উল্লাহ সিদ্দিক, কমিশনার রেজাউল হক, বৃহত্তর কুষ্টিয়া জেলা স্কাউটসের উপপরিচালক মামুন অর রশীদসহ উপজেলা স্কাউটসের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। সভা শেষে আলমডাঙ্গা উপজেলা স্কাউটসের সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়।
পদাধিকার বলে সভাপতি নির্বাচিত হন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম। তাছাড়া সর্বসম্মতিক্রমে ২য় বারের মতো সম্পাদক নির্বাচিত হন আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান। উপজেলা স্কাউটসের কমিশনার নির্বাচিত হন হাটবোয়ালিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী। কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রেফাউল হক, আলমডাঙ্গা সিদ্দিকীয়া মাদরাসার অধ্যক্ষ সিরাজুল ইসলাম, ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিরাজুন নেছা, আলমডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মোহাম্মদ জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ পদে নওদা পাঁচালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম খান, যুগ্মসম্পাদক (কাব শাখা) উদয়ন সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক রশীদ আলী, এরশাদপুর একাডেমীর প্রধান শিক্ষক মতিয়ার রহমান, মোল্লা ফেরদৌস উল আলম রিজভীসহ অন্যান্য সদস্য।