মেহেরপুর অফিস: বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর জেলা চ্যাম্পিয়ন হয়েছে মুজিবনগর উপজেলার ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গতকাল বুধবার মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়মাঠে অনুষ্ঠিত ফাইনালে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে গাংনীর শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে এবং মুজিবনগর উপজেলার যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে সদর উপজেলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। ফাইনালে দলগুলো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ফরহাদ হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তৌফিকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে পুরস্কার দেয়া হয় ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের সুরাইয়া ও যতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের সাব্বির হোসেনকে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি প্রফেসর ফরহাদ হোসেন বলেন, আজকের এ ক্ষুদে খেলোয়াড়রা একদিন বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। এদের মধ্য থেকে বেরিয়ে আসবে দেশের ভবিষ্যত ফুটবলার। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দল দুটি বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় আরো ভালো খেলা উপহার দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।