মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে ৪৪তম শীতকালীন জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে মুজিবনগর কমপ্লেক্স মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া সমিতির আয়াজনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিকুল ইসলাম মোল্লা, ইউপি সদস্য রফিকুল ইসলাম রফা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম ফারুক। খেলায় ক্রিকেটে বালকে মুজিনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়, ভলিবলে মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়, ব্যাডমিন্টনে একক ও দ্বৈত আনন্দবাস মিয়া মুনসুর একাডেমী উপজেলায় চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক হাফিজুর রহমান।