বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় জীবননগরে আওয়ালী লীগের বিক্ষোভ মিছিল

জীবননগর ব্যুরো: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করার প্রতিবাদে জীবননগর আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। গতকাল বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিচারের দাবিতে জীবননগরে আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। জীবননগর উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চৌরাস্তা মোড়ে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়। বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কাউন্সিলর রফিকুল ইসলাম ও জয়নাল আবেদীন। এ উপস্থিত ছিলেন- যুবলীগ নেতা আ. সালাম ঈশা, খায়রুল বাসার শিপলু, সালাউদ্দীন কবির, শাহ আলম শরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, শামীম আহাম্মেদ, উপজেলা ছাত্রলীগ সভাপতি শোয়েব আহাম্মেদ অঞ্জন, সাধারণ সম্পাদক ওয়াসিম রাজা, কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ও পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম মানিক।

Leave a comment