দামুড়হুদায় জাতীয় স্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ৪৪তম বাংলাদেশ জাতীয় স্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে দামুড়হুদা স্টেডিয়ামে উপজেলা স্কুল-মাদারাসা ক্রীড়া সমিতির আয়োজনে দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী, আওয়ামী লীগ নেতা রবিউল হোসেন শুকলাল, দামুড়হুদা মডেল পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন, দক্ষিণচাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, কলাবাড়ি-রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, দামুড়হুদা পাইলট গালর্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার সুপারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক হাসমত আলী ও সাইদুর রহমান সন্টু।

Leave a comment