ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে মাগুরাপাড়ার কাছে পোতাহাটির শোচনীয় পরাজয়। গতকাল বুধবার ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজমাঠে বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে টসজিতে পোতাহাটি একাদশ ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০০ রান সংগ্রহ করে।
জবাবে মাগুরাপাড়া ৮ ওভার ১ বলে ১০১ রান করে জয় ছিনিয়ে নেয় মাগুরাপাড়া একাদশ। হাফিজের মারাত্মক বোলিঙে পোতাহাটি একাদশের ৪ উইকেটের পতন হয়। মাগুরাপাড়ার রনির দায়িত্বশীল ব্যাটিঙে ৬৩ রানে এগিয়ে আনে। ফলে মাগুরাপাড়া দলের ক্যাপ্টেন বাবুলের দল জয়লাভ করে।