জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার উথলী বিশেষ ক্যাম্প ও গয়েশপুর বিওপি সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছেন। গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি এ অভিযান পরিচালনা করে বলে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানিয়েছেন।
বিজিবি সূত্রে জানা যায়, গতকাল উথলী বিশেষ ক্যাম্পের টহলদলের কমান্ডার হাবিলদার তোতা মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে রতিরামপুর গ্রামের আমবাগানে অভিযান পরিচালনা করেন। একই সময়ে গয়েশপুর বিওপির বিওপির টহলদলের কমান্ডার নায়েক সৈয়দ আলী গয়েশপুর উত্তরপাড়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় উভয় টহল পার্টি ২৬১ বোতল ফেনসিডিল উদ্ধার করে।