চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৪৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৪৪তম জাতীয় আন্তঃস্কুল-মাদরাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অ্যাথলেট্কিস প্রতিযোগিতার মাধ্যমে ৫ দিনব্যাপি অনুষ্ঠিত প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। গতকাল বিকেল ৪টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা বদিউজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পড়ালেখার এক ঘেয়েমিতা রোধে ও শারীরিক মানসিক বিকাশ সাধনের জন্য নিয়মিত শরীরচর্চা এবং খেলাধুলার প্রয়োজন। আর এ জন্যই সরকার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে বছরে দুটি (শীতকালিন ও গ্রীষ্মকালীন) জাতীয় স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, ওবাইদুল হক জোয়ার্দ্দার, সাইদুর রহমান মালিক, সদর উপজেলার বিভিন্ন স্কুল-মাদরাসার প্রধানগণ ও ক্রীড়া শিক্ষকগণ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি উপস্থাপনা করেন রওফুননাহার রিনা।
উল্লেখ্য শীতকালিন ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো বালক-বালিকাদের ক্রিকেট, ভবিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ১শ, ২শ, ৪শ, ৮শ ও ১৫শ মিটার দৌড়, বর্শা, লৌহ গোলক, চাকতি নিক্ষেপ, উচ্চলাফ, দীর্ঘলাফ, লাফ-ধাপ-ঝাপ, বংশদণ্ডলাফ ও রীলে দৌড়।

Leave a comment