স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ জেলার তিনটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্ধারিত দিনে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ সপ্তায় দু দিন দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত চিকিৎসকদের সাথে সাক্ষাৎ করতে পারবেন। গত ২৫ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এহতেশামুল হক চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে এসব তথ্য জানা গেছে।
সেই হিসেবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সপ্তায় রোববার ও বুধবার, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার ও বুধবার এবং জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোববার ও বুধবার পরিদর্শন করছেন। তবে, ব্যতিক্রম আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে সরকারি ছুটি বাদে প্রতিদিনই দুপুর ১টার পর ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পরিদর্শন করেন।
এ ব্যাপরে জানতে চাইলে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. জহুরুল ইসলাম জানান, ‘সরকারি বিধি পেয়েছি। তবে, চেষ্টা থাকলেও শতভাগ নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এ ব্যাপারে জানতে চাইলে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল লতিফ জানান, ‘সপ্তায় নির্ধারিত রোববার ও বুধবার বাদে বাদে হাসপাতাল চত্বরে ওষুধ প্রতিনিধিদের ঢোকা নিষেধ।’ এ ব্যাপারে জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসানুজ্জামান নূপুর জানান, ‘হাসপাতালে প্রবেশের জন্য নির্ধারিত দিন ব্যতীত প্রতিনিধিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে, ২৪ ঘণ্টা পাহারা দেয়া সম্ভব হয় না। এ বিষয়ে আগামী রোববার আবারও সভা আহ্বান করা হয়েছে।’
চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. মো. আজিজুল ইসলাম জানান, ‘স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি হাতে পাওয়ার পরপরই সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। হাসপাতালের কর্মকর্তারা তাদের হাসপাতালের দিনক্ষণ নির্ধারণ করবেন। তবে, চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোববার ও বুধবার দিন নির্ধারণ করা হয়েছে।’
চুয়াডাঙ্গায় সরকারি হাসপাতালগুলোতে সপ্তায় দু দিন পরিদর্শন করতে পারবেন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা
