খাদিমপুর প্রতিনিধি: গতকাল বিকেলে আলমডাঙ্গার আসমানখালী প্রাইমারি স্কুলমাঠে গাংনী ইউনিয়নের আ.লীগের যুগ্ম আহ্বায়ক রকিবুল হাসানের প্রাণনাশের ষড়যন্ত্রের প্রতিবাদে মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত প্রতিবাদসভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশ পরিচালনায় সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আরও বক্তব্য রাখেন- গাংনী ইউনিয়ন আ.লীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, গাংনী ইউনিয়ন আ.লীগের যুগ্মআহ্বায়ক রকিবুল হাসান, গাংনী ইউনিয়ন আ.লীগ নেতা লাবলুসহ আরও অনেকে।। গত কয়েক দিন আগে আসমানখালী থেকে হাঁপানিয়া যাওয়ার পথে মাঠের ভেতর বেঁধে রেখে রকিবুল হাসানের মোটরসাইকেল ছিনতাই করে। প্রতিবাদসভায় উপস্থিত ছিলেন- বেল্টু মেম্বার, লিমন হোসেন রাজা মেম্বার, হযরত, আকরাম, শান্তি, টোকন, নাসির জাহাঙ্গীর, আতিয়ার, রিপনসহ ইউনিয়নের সকল নেতাকর্মী। প্রতিবাদসভা পরিচালনা করেন- গাংনী ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হৃদয় হোসেন ফারুক।