বড়গাংনী প্রতিনিধি: আলমডাঙ্গার বড়গাংনী ইউনিয়নের নিমতলা গ্রামের ৮ম শ্রেণির স্কুলছাত্রীকে নিয়ে উধাও হয়েছে গ্রামের মুদিব্যবসায়ী বেলাল। গত সোমবার দুজনে প্রেমের টানে ঘর ছেড়ে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে।
গ্রামসূত্রে জানা গেছে, আলমডাঙ্গার বড় গাংনী ইউনিয়নের নিমতলা গ্রামের মকবুলের মেয়ে স্থানীয় স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী রুপা (১৪) ও একই গ্রামের মাঝেরপাড়ার হাসেমের ছেলে বেলালের (১৯) মধ্যে দীর্ঘদিনের প্রেমসম্পর্ক ছিলো। গত সোমবার সকালে দুজনে অজানার উদ্দেশে পাড়ি জমিয়েছে।