ক্রীড়া প্রতিবেদক: ৪৪তম আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়ার ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল সদর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা সম্পন্ন হয়। টসে জয়লাভ করে চুয়াডাঙ্গা একাডেমি প্রথমে ৯২ রান সংগ্রহ করে।
জবাবে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ফলে ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় সদর উপজেলা চ্যাম্পিয়ন ও চুয়াডাঙ্গা একাডেমি রানারআপ হয়। চুয়াডাঙ্গা স্টেডিয়ামে গতকালের খেলাটি পরিচালনা করেন আব্দুল মালেক, টিপু সুলতান, সোহেল কায়েস ও আজিম হায়দার।