শিক্ষা ও স্বাস্থ্য খাত সবচেয়ে দুর্নীতিগ্রস্ত

 

স্টাফ রিপোর্টার: শিক্ষা ও স্বাস্থ্য খাত দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেছেন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয় এতো বেশি দুর্নীতিগ্রস্ত যে বলার ভাষা নেই। এ দুটি প্রতিষ্ঠানে দেশের সব শিক্ষিত মানুষ কাজ করেন। তারা আইন মানতে চান না। তারা বাইন মাছের মতো পিছলে যান। তাদের ছাই দিয়ে ধরতে হবে, যাতে পিছলে যেতে না পারেন। গতকাল মঙ্গলবার সকালে বেগম রোকেয়া মিলনায়তনে জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে বদিউজ্জমান বলেন, হলমার্কসহ দেশের বড় দুর্নীতির মামলাগুলো পরিচালনা করার জন্য দেশের বড় আইনজীবীদের আমরা আমাদের পাশে পাই না। কারণ আমরা তাদের পারিশ্রমিক ঠিকমতো দিতে পারি না। এ কারণে দেশের বড় বড় আইনজীবী আসামিদের পক্ষে মামলা পরিচালনা করেন। দুদকের মামলার দীর্ঘসূত্রতার বিষয়ে তিনি বলেন, মামলা দীর্ঘদিন ঝুলে থাকে ডকুমেন্ট না পাওয়ার কারণে। আইনি সীমাবদ্ধতাও আছে। তবে আইন মন্ত্রণালয় দুদক আইন গতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে বলে তিনি জানান। দুদক চেয়ারম্যান বলেন, দেশের কতিপয় সচিব মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি করে দেশকে এবং দেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছেন। তাদের অনেকেই চাকরি ছেড়ে দিয়েছেন সনদ জালিয়াতি ধরা পড়ায়। তিনি বলেন, দেশের ৫টি জেলায় পাবলিক হেয়ারিং বা গণশুনানির ব্যবস্থা নেয়া হয়েছে। এ সব শুনানিতে দেশের সকল সরকারি কর্মকর্তা জনগণের প্রশ্নের জবাব দেবেন। খুব শিগগিরই রংপুরে এ গণশুনানির আয়োজন করা হচ্ছে বলে তিনি জানান।