দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গা পাসপোর্ট অফিসে গোয়েন্দা সংস্থার অভিযান

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা আঞ্চলিক পাসপোর্ট অফিস শুরু হতে না হতেই দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। পাসপোর্ট করতে আসা লোকজনকে হয়রানি ও ভোগান্তি দিয়ে পয়সা কড়ি হাতিয়ে নেয়া হচ্ছে এখানে। গত সোমবার দুপুরে অভিযোগের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার চুয়াডাঙ্গা উপপরিচালক আবু জাফর ইকবাল সেখানে গিয়ে অভিযোগকারীদের অভিযোগ শোনেন এবং দায়িত্বে থাকা ডিএডিকে বিষয়টি জানান। সেখানে দু ব্যক্তি টাকা হাতিয়ে নেয়ার লিখিত অভিযোগ করেন।

অভিযোগকারীরা জানান, পাসপোর্ট অফিসের নৈশপ্রহরী রুহুল আমীন এলাকার সাইফুল নামের এক দালালের মাধ্যমে অতিরিক্ত এক থেকে দেড় হাজার টাকা করে অতিরিক্ত হাতিয়ে নিচ্ছেন। বিষয়টি ডিএডিকে জানালে ডিএডি জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে। এ ব্যাপারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার উপপরিচালক মো. আবু জাফর ইকবাল দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, পাসপোর্ট অফিস উদ্বোধনের এক মাস না যেতেই যেভাবে গ্রাহকদেরকে হয়রানি করে টাকা নেয়া হচ্ছে বলে অভিযোগ আছে তা মেনে নেয়ার মতো নয়। পরবর্তীতে এ ধরনের অভিযোগ পেলে আবারো অভিযান চালানো হবে।