জীবননগর ব্যুরো: গতকাল মঙ্গলবার জীবননগর শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জীবননগর পাইলট হাইস্কুলমাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ২৩টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭টি মাদরাসার প্রতিযোগিরা অংশগ্রহণ করে। ভলিবল ও ক্রিকেটসহ ৪৬টি ইভেন্টের এ অ্যাথলেটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্যায়ের এ প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী অফিসার নুরুল হাফিজের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেণ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা আনসার-ভিডিপি অফিসার জহুরুল ইসলাম ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির প্রমুখ।