গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলায় পুলিশের পৃথক তিনটি অভিযানে গতরাতে চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ইয়াবা, হেরোইন ও গাঁজা।
গাংনী থানাসূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল ৯টার দিকে গাংনী উপজেলা পোস্ট অফিসের সামনে ওসি রিয়াজুল ইসলাম ও আব্দুল হান্নানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় শিশিরপাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে তাপসকে (৩৩) আড়াই পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে এএসআই আব্দুল হান্নান সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ উপজেলার চককল্যাণপুর গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই গ্রামের রবগুল আলীর ছেলে মাদকব্যবসায়ী আহার আলীকে (৪৭) দেড়শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এদিকে সন্ধ্যা ৬টার দিকে এসআই শংকর কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ভবানীপুর ব্রিজ বাজারে অভিযান চালায়। অভিযানে তেরাইল গ্রামের মৃত তোজাম্মেল হকের ছেলে এএসএম সায়েম (৩৮) ও রামনগর গ্রামের চাঁন মহাম্মদের ছেলে রেজাউলকে (৪৫) ১শ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃত চারজনের নামে গাংনী থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাদের আদালতে সোপর্দ করা হবে বলে থানাসূত্রে জানা গেছে।