ইতালিয়ান সুপার কাপ নাপোলির

মাথাভাঙ্গা মনিটর: জুভেন্টাসকে হারিয়ে ইতালিয়ান সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছে নাপোলি। গতকাল কাতারের রাজধানী দোহায় টাইব্রেকারে জয় পায় নাপোলি। নির্ধারিত সময়ের খেলা ২-২ ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। আর গোলকিপারের দক্ষতায় ৫-৬ ব্যবধানে জয় তুলে নেয় নাপোলি। এরমধ্যে দিয়ে ২০১২ সালে জুভেন্টাসের কাছে এ প্রতিযোগিতায় পরাজয়ের প্রতিশোধ নিলো নাপোলি। গতবারও চ্যাম্পিয়ন জুভেন্টাস। চলতি ইতালিয়ান সিরি এ’ লিগেও দাপট রয়েছে তাদের। লিগ তালিকায় ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে জুভেন্টাস। আর নাপোলির অবস্থান ৪ নম্বরে। তাদের সংগ্রহ ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট।

Leave a comment