স্টাফ রিপোর্টার: রাজধানীর পৃথক স্থানে ট্রেনের নিচে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি। রাজধানীর বিভিন্ন এলাকায় গত রোববার রাত থেকে গতকাল সোমবার দুপুর পর্যন্ত এ সব দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। অবশ্য স্থানীয়দের অনেকেরই দাবি, কয়েকজনের লাশ পড়ে থাকা দেখে কিছুটা সন্দেহ দানা বেধেছে। প্রশ্ন ওঠেছে ট্রেনে কাটা পড়ে নাকি ট্রেন থেকে ফেলার কারণে কাটা পড়ে নিহত হয়েছে এ বিষয়টি নিশ্চিত করে বলা কঠিন। পুলিশি তদন্ত দরকার। খিলক্ষেতের জোয়ার সাহারা রেলক্রসিঙে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় ট্রেনের ধাক্কায় এক যুবক (২৫) আহত হন। স্থানীয়রা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ৯টায় দয়াগঞ্জ ব্রিজের কাছে ২৫ থেকে ৩০ বছরের এক তরুণী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। এদিকে মগবাজারের পিয়ারাবাগ রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। আনুমানিক ৩২ বছর বয়সী ওই নারীর পরিচয়ও জানা যায়নি। এছাড়া বিমানবন্দর ও ক্যান্টনমেন্টের মাঝামাঝি স্থানে মারা গেছেন প্রায় ২৫ বছর বয়সী এক যুবক। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ময়নাতদন্তের জন্য ওই চারজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। তাদের কারো নাম-পরিচয় জানা যায়নি।