স্টাফ রিপোর্টার: দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর জখম হয়েছে ৬ বছর বয়সী শিশু হিরামনি। গতকাল সোমবার বেলা ২টার দিকে রাস্তা পার হতে গিয়ে সে দুর্ঘটনার শিকার হয়। তাকে চুয়াডাঙ্গা সদর হাপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, দামুড়হুদার জুড়ানপুর স্কুলপাড়ার গোলজার হোসেনের মেয়ে হিরামনি মাদরাসার ছাত্রী গতকাল দুপুরে আরবি পড়ার জন্য মাদসারায় যাচ্ছিলো। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে পিচ রাস্তার ওপর আছড়ে পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। হিরামনিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।