স্টাফ রিপোর্টার: অবশেষে তাবলিগ জামাতেও ঢুকে পড়েছে রাজনীতি। ছড়িয়ে পড়েছে আর্থিক দুর্নীতি আর অনিয়ম। চলছে ক্ষমতা দখলের লড়াই। প্রতিহিংসা চরিতার্থ করার নানা কৌশল। ভূলুণ্ঠিত হচ্ছে এর ভাবমর্যাদা। এতে ভাঙনের মুখে পড়েছে ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠনটি। বিষয়টি স্বীকার করে তাবলীগ জামাতের আমির সৈয়দ ওয়াসিফুল ইসলাম বলেন, একটি স্বার্থান্বেষী গ্রুপ পরিকল্পিতভাবে এ অরাজনৈতিক সংগঠনের গায়ে কালিমা লেপন করেছে। তারা এটাকে কলঙ্কিত করেছে। সংশ্লিষ্টরা জানান, রাজনীতি বিবর্জিত তাবলীগ জামাতে ঢুকে গেছে কূটতৎপরতা। দীর্ঘ দিন ধরে মতানৈক্যের কারণে এর বিভক্তি এখন সময়ের ব্যাপার মাত্র। তাবলীগের নাম ভাঙিয়ে আর্থিক সুবিধা নেয়া, নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহারকে কেন্দ্র করে শুরু হয়েছে এই দ্বন্দ্ব ও সংঘাত।