খবর:(আলমডাঙ্গার বড়পুটিমারী গ্রামে রাস্তার গাছ কেটে বিক্রির অভিযোগ)
রাস্তার গাছ আর কেটো না তুমি
জবর দখল সরকারি সব ভূমি
করো কেন এমন আজব কাজ
তুমি বাপু মস্ত ফাঁকিবাজ।
তোমার মাথায় বুদ্ধি আছে মেলা
আইন নিয়ে সদায় করো খেলা
জানো তুমি কোন ঝালে কী ঝাঁজ
তুমি বাপু মস্ত ফাঁকিবাজ।
করছো হজম ডালপালা ও গুঁড়ি
তুমি বড় বেকুব বেটা; থুড়ি
ভালোই জানো উল্টে খেতে ভাঁজ
তুমি বাপু মস্ত ফাঁকিবাজ।
-আহাদ আলী মোল্লা