মাথাভাঙ্গা মনিটর: আগামী কয়েক দিনের মধ্যে আরও অন্তত ৫৫ জঙ্গির ফাঁসির রায় কার্যকর করতে যাচ্ছে পাকিস্তান সরকার। দেশটির একটি ইংরেজি দৈনিকের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এদিকে দেশটির ফয়সালাবাদ জেলা কারাগারে গত রোববার রাতেই চার আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। তারা হলেন- জুবাইর আহমেদ, রশিদ কুরেশি, গুলাম সারোয়ার ভাত্তি এবং আখলাক আহমেদ নামের এক রুশ নাগরিক। সাবেক সেনাশাসক জেনারেল পারভেজ মুশাররফকে হত্যা চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন। কয়েক বছর আগে সামরিক আদালতে তাদের মৃত্যুদণ্ডের রায় আসে। গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে তালেবান হামলায় ১৪১ জন শিক্ষার্থীসহ প্রায় দেড়শ মানুষ নিহত হওয়ার পর মৃত্যুদণ্ড কার্যকরে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর তিন দিনের মাথায় রাওয়ালপিণ্ডিতে সেনা সদর দপ্তরে হামলা ও পারভেজ মোশাররফকে হত্যাচেষ্টার দায়ে ড. উসমান ওরফে আকিল এবং আরশাদ মেহমুদ নামের দু জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। প্রতিবেদনে বলা হয়, এ ছয়জনের বাইরেও আরো অন্তত ৫৫ জঙ্গির ক্ষমা ভিক্ষার আবেদন ২০১২ সাল থেকে ঝুলে ছিলো। আন্তর্জাতিক চাপের ভয়েই তখনকার প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওই ৫৫ জনের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি বলে ধারণা করা হয়। এখন নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে এর ফয়সালা হয়ে যাবে এবং মৃত্যুদণ্ড কার্যকরে কোনো বাধা থাকবে না বলে পাকিস্তানের কর্মকর্তারা মনে করছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাসির আলী খান এর আগে জানিয়েছিলেন, পাঁচশর বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গির রায় সরকার শিগগিরই কার্যকর করবে।