ক্রীড়া প্রতিবেদক: ৪৪তম আন্তঃস্কুল শীতকালীন ক্রীড়ার ক্রিকেট প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা একাডেমী ও সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় জয়লাভ করেছে। গতকাল রোববার দিনের প্রথম খেলায় সরোজগঞ্জ উচ্চ বিদ্যালয় ৫ রানে এবং দ্বিতীয় খেলায় চুয়াডাঙ্গা একাডেমী ৭ উইকেটে ডিঙ্গেদহ সোহরওয়ার্দী স্বরণী বিদ্যাপিঠকে পরাজিত করে। গতকালের খেলা ২টি পরিচালনা করেন আ. মালেক, টিপু সুলতান ও সোহেল কায়েস।