ভিমরুল্লায় মধ্যবয়সী নারী আগুনে পুড়ে মৃত্যুশয্যায়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের ভিমরুল্লায় রেশমা খাতুন নামের মধ্যয়সী এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। গতকাল রোববার সন্ধ্যায় নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হন। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ভিমরুল্লার দরিদ্র ভ্যানচালক শাহিনের স্ত্রী রেশমা খাতুনকে (৫৪) গতরাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অগ্নিদগ্ধের বিষয়ে তার সাথে থাকা লোকজন বলেছেন, রান্না করতে গিয়ে চুলার আগুন তার পরনের কাপড়ে ধরে যায়। তিনি চিৎকার করলে অন্যরা ছুটে গিয়ে উদ্ধার করে। তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে নেয়ার পরামর্শ দেন। অগ্নিদগ্ধের আড়ালে অন্য কোনো ঘটনা আছে কি-না তা অবশ্য নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।

 

Leave a comment