স্টাফ রিপোর্টার: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। গতকাল রোববার প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দিন বেলা সাড়ে ১১টায় এবং ১২টায় পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। গত ৭ নভেম্বর জেএসসি ও জেডিসি এবং ৩০ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার প্রাথমিক ও ইবতেদায়ি পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৩০ লাখ ৯৪ হাজার ২৬৫ জন। এর মধ্যে প্রাথমিক সমাপনীতে ২৭ লাখ ৮৮ হাজার ৫৪৪ জন ও ইবতেদায়ি সমাপনীতে তিন লাখ পাঁচ হাজার ৭২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এবার জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থী ছিলো।