পাটের জিন আবিষ্কারক ড. মাকসুদুল আর নেই

 

স্টাফ রিপোর্টার: পাটের জিন আবিষ্কারক ড. মাকসুদুল আলম আর নেই। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের স্থানীয় সময় গত শনিবার সকাল ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬০ বছর। মৃত্যুকালে স্ত্রী রাফিয়া হাসিনা এবং এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। ড. মাকসুদুল আলমের ভাই মেজর জেনারেল (অব.) মঞ্জুরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে হাওয়াইয়ের কুইন্স মেডিকেল সেন্টারে ভর্তি ছিলেন মাকসুদুল। এরপর থেকেই লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল ৩টায় হাওয়াইয়ান জেনারেল পার্কে মরহুমের দাফন হবে। ১৯৫৪ সালে ফরিদপুরে জন্ম নেন মাকসুদুল আলম। তিনি রাশিয়ার মস্কো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে অণুপ্রাণবিজ্ঞানে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করেন।

Leave a comment